দেশজুড়ে

সাবেক যুবদল নেতার কারখানায় দুর্বৃত্তদের আগুন

মুন্সিগঞ্জে গভীর রাতে জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিজামের সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় সোয়া কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

পঞ্চসার এলাকায় খালাসিবাড়ি এলাকায় বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে কারখানার মালামাল, মেশিনসহ পাশের দুটি বাড়ি পুড়ে যায়।

পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ‘নব্য আওয়ামী লীগ কর্মীরা’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ নিচ্ছে না বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানায়, রাত ১টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ওই কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানা ও পাশের তিনটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিক ইমন বলেন, ‘রাতে কিছুলোক এসে কারখানা বন্ধ করতে বলে। পরে শ্রমিকরা চলে গেলে গভীর রাতে কিছু লোকজন তালা ভেঙে কারখানায় প্রবেশ করে। এরপরই আগুন ধরে যায়। নগদ টাকা, মালপত্র, সরঞ্জাম সব পুড়ে গেছে।’

পাশে পুড়ে যাওয়া একটি ঘরে বসবাসরত সাজেদা নামের এক নারী বলেন, ‘প্রথমে কারখানায় আগুন লাগে। পরে সে আগুনে ঘরবাড়ি পুড়ে যায়। আমাদের সহায়-সম্বল সব পুড়ে গেছে। বাঁচার মতো আর কিছু নেই।’

আরেক নারী রেশিয়া বেগম বলেন, ‘দুই মেয়ের বিয়ে দেবো বলে টাকা জমাইছিলাম। সব পুড়ে গেছে। কোনোমতে জীবন নিয়ে বেঁচে বের হইছি। সরকারের কাছে আবেদন আমরা সাহায্য চাই।’

এ বিষয়ে কারখানার মালিক সাবেক যুবদল নেতা নিজাম বলেন, ‘নৌকার পক্ষের পঞ্চসার ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তাফার নির্দেশে মাসুদ আর মুসার নেতৃত্বে রাতে ১০-১৫ জন নব্য আওয়ামী লীগের কর্মীরা কারখানায় আগুন লাগিয়ে দেয়। কারখানায় আমার সোয়া কোটি টাকার মালামাল ছিল।’

অভিযোগের বিষয়ে জানতে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, যে কেউ থানায় এসে অভিযোগ করতে পারেন। এমন ঘটনা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম