দেশজুড়ে

হাতীবান্ধা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এটি নিস্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের মেইন পিলার ৯০৮ এর ৫ নম্বর সাব-পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে কৃষক আব্দুল গফুরের বাদাম ক্ষেত থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, স্থানীয় বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে কাদাযুক্ত সাদা রঙের একটি জার্কিন সদৃশ বস্তু দেখতে পায়। এসময় আতঙ্কে বিরাজ করে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা বস্তুটি সাউন্ড গ্রেনেড নিশ্চিত হয়ে সেটি হাতীবান্ধা থানায় রাখা হয়।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি জিডি করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত বলে ধারণা করা হচ্ছে। গ্রেনেডটি নিস্ক্রিয়ের জন্য বোমা ডিজপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

রবিউল হাসান/এএইচ/এএসএম