খেলাধুলা

ভারোত্তোলন ও টিটিতে বাংলাদেশের ব্রোঞ্জ

ভারতের গুয়াহাটি ও শিলংয়ে চলমান ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে আরও একটি ব্রোঞ্জ এনে দিয়েছেন ভারোত্তলক ফিরোজা পারভীন। মেয়েদের ৭৫ কেজি ওজন শ্রেনিতে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এছাড়াও টেবিল টেনিস থেকে একটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এবারের আসরের চতুর্থ দিন গুয়াহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ৭৫ কেজি ওজন শ্রেণিতে মোট ১৪৮ কেজি তুলে ব্রোঞ্জ জিতে নেন ফিরোজা।আর শিলংয়ের জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে টেবিল টেনিস ম্যাচে বাংলাদেশ ৩-২ ব্যবধানে হারায় নেপালকে। বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়া দলে ছিলেন মৌমিতা আক্তার, রহিমা আক্তার ও মিনারা শারমীন। এর আগে ২০১০ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এসএ গেমসেও ব্রোঞ্জ পদক পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা।আরটি/একে/পিআর