দেশজুড়ে

সৎভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ৩

জামালপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে সৎভাইয়ের ছুরিকাঘাতে রফিক ইসলাম রাফি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেওয়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের মৃত আজাদ শেখের সন্তান। র‌্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার এম এম সবুজ রানা জানান, মৃত আজাদ শেখের বড় ছেলে রাফি ও তার সৎভাই মনজিল শেখের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সকালে ঝগড়া হয়। এক পর্যায়ে সৎভাই মনজিল রাফিকে ছুরি দিয়ে বুকে ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাফি মারা যান। ঘটনার পর ঘাতক মনজিল, তার মা মঞ্জুয়ারা বেগম ও বোন ময়না বেগমকে আটকের পর র‌্যাবের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ ইমন জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস