নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে মীর হোসেন (৫১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রানীনগর রেলওয়ে স্টেশনে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর হোসেন উপজেলার শিমবা গ্রামের আব্দুল করিমের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় মীর হোসেন মোবাইলে কথা বলা অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন। তখনই ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
আব্বাস আলী/এসআর/জিকেএস