অবশেষে দলের সদস্য পদ থেকে বহিষ্কার হয়েছেন ফেনসিডিলসহ গ্রেফতার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তার।
সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আলিফ নুর মিনি বহিষ্কারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনিয়া আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের ৬ নম্বর সদস্য ছিলেন। মাদকসহ গ্রেফতার হওয়ার ঘটনায় রোববার দলীয় এক সভায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন লোপার সই করা বহিষ্কারাদেশ জানানো হয়, দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্তার অভিযোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৬ নম্বর সদস্য পদ থেকে সোনিয়া আক্তারকে বহিষ্কার করা হলো।
২২ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ। সোনিয়া আক্তার গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের নেতা আব্দুর রাজ্জাকের স্ত্রী।
আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস