দেশজুড়ে

নড়াইলে ২ শতাধিক বিএনপি কর্মীর আ.লীগে যোগদান

নড়াইলে শেখ হাসিনার নেতৃত্ব, নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কালিয়া উপজেলার দুই শতাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। কালিয়া উপজেলা বিএনপির সদস্য ওবায়দুর রহমান মোল্যার নেতৃত্বে চাচুড়ি ইউনিয়নের দুই শতাধিক বিএনপির নেতা-কর্মী এ সময় যোগদান করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, নড়াইল ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মাসুদুল হাসান সাবু, মিলু প্রমুখ। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।হাফিজুল নিলু/এসএস/পিআর