মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই তরুণীকে চাপা দিয়ে তাৎক্ষণিক দ্রুত গতির গাড়িটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ বলেন, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর মরদেহ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। গাড়ি চাপায় নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
আরাফাত রায়হান সাকি/এমআরআর/এমএস