ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিতলপুর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা শাহা জানান, প্রতিদিনের মতো সকালে স্কুলে যায় ওই শিক্ষার্থীরা। পরে টিউবওয়েলের পানি পান করে তারা। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে চার শিক্ষার্থী।
তিনি জানান, টিউবওয়েল থেকে সাদা রঙের পানি বের হচ্ছিলো বলে প্রধান শিক্ষক আমাকে জানান। তার ধারণা কেউ টিউবওয়েলে বিষ মিশিয়ে দিতে পারে। আমরা স্কুল পরিদর্শন করেছি।
ইউএনও আরও জানান, শিক্ষার্থীরা শঙ্কামুক্ত। তাদের পর্যবেক্ষণে রাখার জন্য হাসপাতালে রাখা হয়েছে। টিউবওয়েলের পানি পরীক্ষা করা হবে।
তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম