পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে কোম্পানিটি।সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। একই সাথে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য ২০১৫ সালের অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা।আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভাংশ ছিল।উল্লেখ্য, ‘এ’ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এআরএস/পিআর