বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব ‘নাট্য পার্বন’।বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটারের আয়োজনে এ নাট্য উৎসবে মাতছে ক্যাম্পাস। মঙ্গলবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীরা। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় কেক কেটে নাট্য পার্বনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘নাটক শুধুমাত্র বিনোদন নয় বরং সমাজের অসঙ্গতি তুলে আনে। বাংলাদেশ তথা বিশ্বের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে নাট্যকারদের ভূমিকা অনস্বীকার্য।’ তিনি তিন দিনব্যাপী এই নাট্যপার্বনের সফলতা কামনা করেন। নাট্য পার্বনের দ্বিতীয় দিন বুধবার থাকছে সমাজের তৃতীয় লিঙ্গদের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সাড়াজাগানো নাটক ‘শিখন্ডী কথা’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনন জামানের রচনায় মোতাহের হোসেন সোহেলের নির্দেশনায় ‘শিখন্ডী কথা’ প্রদর্শিত হবে। আলোচিত এ নাটকের পুনঃ নির্দেশনা দিয়েছেন হাসান আবু জাফর।বৃহস্পতিবার ‘নাট্যালোক সিলেট’ এর ২৫ তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনা ‘শাস্তি’ প্রদর্শিত হবে। এতে নাট্যরূপ দিয়েছেন বীরু মুখ্যোপাধ্যায় এবং নির্দেশনা দিয়েছেন বাবুল আহমদ।সবগুলো নাটক সন্ধ্যা সাড়ে ৬ট থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় দিক থিয়েটারের বুথে প্রদর্শনীর আগে হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।উল্লেখ্য, ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’- এই শ্লোগানকে ধারন করে ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে দিক থিয়েটার। প্রতিষ্ঠাকাল থেকেই সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি।আব্দুল্লাহ আল মনসুর/এলএ/এবিএস