রাজনীতি

ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থানে থমথমে নয়াপল্টন

দখল-পাল্টাদখলকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হয়নি।এর আগে বিকেল ৪টায় ছাত্রদলের বিদ্রোহীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বিদ্রোহীরা চলে যাওয়ার পর ছাত্রদলের নবগঠিত বিভিন্ন ইউনিটের নেতারা কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়ে স্লোগান দেয়।এদিকে, সোমবার বিদ্রোহীরা কার্যালয় ভাঙচুর করার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেন তারা।বর্তমান কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্রোহীরা।বিক্ষোভে পরিচিত নেতাদের দেখা না গেলেও সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েল, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের অনুসারীরা বর্তমান কমিটির বিরুদ্ধে বিদ্রোহ করছেন বলে জানা গেছে।এমএম/একে/এবিএস