জাতীয় সংসদের চলমান নবম অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বিল তিনটিতে তিনি স্বাক্ষর করায় এগুলো আইনে পরিণত হল। বিল তিনটি হলো- বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৬; রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল-২০১৬ এবং উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্মীকরণ বিল-২০১৬।জাতীয় সংসদের গণসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এইচএস/এমএস