পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এমনিতেই ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে আজ সেঞ্চুরিয়নের সেডনপার্কে সফরকারী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে প্রোটিয়ারা। অপরদিকে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ইংল্যান্ড এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান।যদিও ব্যাট করতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। দলীয় ৩৬ রানেই প্রথম উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। আউট হয়েছেন জেসন রয়। ২৩ বলে ২০ রান করে রানআউট হয়ে যান তিনি। এ রিপোর্ট লেখার সময় দক্ষিন আফ্রিকার রান ৯.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০। উইকেটে রয়েছেন ২০ রান নিয়ে আলেক্স হেলস, ৩ রান নিয়ে জো রুট।সিরিজের তৃতীয় ম্যাচে এসে কোন পরিবর্তণ নেই ইংল্যান্ড দলে। উইনিং কম্বিনেশনই ধরে রেখেছেন তিনি। অপরদিকে বোলিং শক্তি বাড়াতে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তণ। রিলে রুশোর পরিবর্তে দলে আনা হয়েছে ডেভিড ওয়াইজকে।আইএইচএস/আরআইপি