দেশজুড়ে

জামালপুরে পাসপোর্ট অফিসের দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন

জামালপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতি ও হয়রানি প্রতিরোধের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে পাসপোর্ট অফিসের সামনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা আমির উদ্দিন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মুর্শেদ ইকবাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মুক্তা আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ মো. রুকন প্রমুখ।

বক্তারা আঞ্চলিক পাসপোর্ট অফিসের লাগামহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত সহকারী পরিচালক উত্তম কুমার দেবকে অবিলম্বে অপসারণের দাবি জানান। এছাড়া গ্রাহক হয়রানির সঙ্গে জড়িত আনসার সদস্যসহ দুর্নীতিবাজ কর্মচারীদের চিহ্নিত ও দালাল মুক্ত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম