জাতীয়

রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ অাটক ২৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এ সময় তাদের কাছ হতে মোট ১৩ শ’ ৩১ পিস ইয়াবা, ১১০ গ্রাম ওজনের ২০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি  গাঁজা, ২৯ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।ডিএমপি’র জনসংযোগ বিভাগের এডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপু্র, রমনা, লালবাগ, গুলশান, উত্তরা, মতিঝিল, ওয়ারী থানা ও ডিবি দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেইউ/একে/এবিএস