দেশজুড়ে

যশোরে ১১৮টি কচ্ছপসহ যুবক আটক

যশোরে বিরল প্রজাতির ১১৮টি কচ্ছপ ও ৩০০ বোতল ফেনসিডিলসহ যুবক জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক জাহাঙ্গীর যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল গফুরের ছেলে।কচ্ছপগুলো বুধবার বণ্যপ্রাণী সংরক্ষণ অধিদফতর খুলনা কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর যশোর কার্যালয়ের অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-মেহেদি।র‌্যাব-৬ সূত্র মতে, ইঞ্জিনচালিত একটি নছিমন যশোর থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে র‌্যাব সদস্যরা চুড়ামনকাটি এলাকায় তল্লাশি করে। এসময় পাঁচটি বস্তার ভেতর থেকে ১১৮টি কচ্ছপ ও দুইটি বস্তার ভেতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।র‌্যাব সদস্যদের দেখে নছিমনের চালক আগেই পালিয়ে গেছেন। তবে নছিমনের পিছনে মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে।মিলন রহমান/এআরএ/আরআইপি