সিকিউরিটিজ আইন লঙ্ঘনের পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালকদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ৫৬৬তম কমিশন সভায় কোম্পানিগুলোকে জরিমানা করা হয়।যেসব কোম্পানিকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো; জাগো কর্পোরেশন লিমিটেড, এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সালেহ কার্পেট মিলস লিমিটেড।কোম্পানিগুলোর পক্ষ থেকে নিরীক্ষিত, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রান্তিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিয়ে সিকিউরিটিজ আইন লংঘন করার দায়ে পরিচালকরা জরিমানার কবলে পড়েছে। জাগো কর্পোরেশন লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে পারেনি। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। এছাড়া কোম্পানিটি ৩১ মার্চ ২০১৫ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড : ৩০ জুন, ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। এছাড়া কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড : ৩০ জুন, ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। সেই সঙ্গে কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছ। এসব কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।সালেহ কার্পেট মিলস লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন। সেইসঙ্গে কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৫ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। এসব কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।তবে উল্লেখিত কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের জরিমানা দিতে হবে না বলেও জানিয়েছে বিএসইসি।এসআই/এসকেডি/এবিএস