শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিউজিক ভিডিও প্রকাশ করেছেন রন্টি দাস। ‘আপন হাতে’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী নিজেই।
গানের কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
গান প্রসঙ্গে রন্টি দাস বলেন, উৎসব আমাদের সার্বজনীন। এ সময়ে শ্রোতারাও নতুন গানের অপেক্ষায় থাকেন। আমার এ গানটির কথা ও সুর শ্রোতাদের মনে দাগ কাটবে। এখন আর আগের মতো অনেক গান একসঙ্গে প্রকাশ হয় না। তাই যে গানটি করি সেটির কথা ও সুর সব মনের মতো হলেই করছি।
গীতিকার জামাল হোসেন বলেন, রন্টির কণ্ঠে অন্যরকম মাদকতা আছে। সহজেই মুগ্ধ হওয়ার মতো। তার কণ্ঠে যায় এমন কিছু কথামালায় এ গানের কথা সাজিয়েছি। উৎসবের একটা আবহ থাকছে পুরো গানে।
জানা গেছে, গানটি প্রকাশ প্রকাশ করেছে রঙ্গন মিউজিক-এর ইউটিউব চ্যানেল।
এমআই/বিএ/জিকেএস