গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নৌকার ইঞ্জিনের সঙ্গে গলায় থাকা গামছা জড়িয়ে জেলাল মিয়া (৩৫) নামের এক মাঝির মৃত্যু হয়েছে।
রোববার (২ অক্টোবর) ভোরে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাওয়া ভবন গ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। মৃত জেলাল ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, জেলাল মাঝি ভোরে ব্রহ্মপুত্র নদে মাছ শিকারে যান। এক পর্যায়ে নৌকার ইঞ্জিনের সঙ্গে গলায় থাকা গামছা জড়িয়ে জেলালের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জেলালকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জাগো নিউজকে বলেন, ব্রহ্মপুত্র নদীতে মাছ শিকারে গিয়ে জেলাল নামের এক মাঝির মৃত্যু হয়েছে। নিহতের বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/জিকেএস