বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিনের মা হোসনে আরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০৩ বছর।
রোববার (২ অক্টোবর) বিএসএমইউ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হোসনে আরা আজ (রোববার) দুপুর ১২টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হোসনে আরা বেগম তিন ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএসএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার চতুর্থ সন্তান।
উপাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএসএমইউ পরিবার।
এএএম/আরএডি/জেআইএম