কুষ্টিয়ায় সাব্বির (৩৭) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত রজনী খাতুন পলাতক।
রোববার (২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহরতলীর মিলপাড়া টেলিফোন অফিস সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।
সাব্বির একই এলাকার রমজান আলীর ছেলে। তার প্রথম স্ত্রীর সঙ্গে বছর খানেক আগে তালাক হয়।
পুলিশ ও স্থানীরা জানায়, একমাস আগে কুষ্টিয়া শহরতলীর উত্তর লাহিনীপাড়া এলাকার শামসুল হকের মেয়ে রজনী খাতুনকে বিয়ে করেন সাব্বির। পারিবারিক কলহের জেরে রোববার গভীর রাতে রজনী খাতুন ঘুমন্ত সাব্বিরের গালায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস