ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জনতা ক্লিনিকে অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ অক্টোবর) দুপুরে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের জনতা ক্লিনিকে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে। এসময় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানার তত্ত্বাবধানে সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুমিনুল ইসলাম খান সোহাগ ও ডা. তানভীর আহমেদ রাফসান উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসা বিষয়ে নানা অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জিকেএস