যশোরে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। সোমবার (৩ অক্টোবর) সকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ব্যানারে লেখা ছিল—‘ইডেন কলেজসহ সারাদেশে ছাত্রলীগের চাঁদাবাজি, সিট বাণিজ্য, মাদক ব্যবসা, ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করানোসহ নানা অপরাধমূলক কার্যকলাপের প্রতিবাদ ও ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল’। আয়োজনে জেলা পূর্ব শাখা।
এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের পূর্ব শাখার সভাপতি আশিকুল্লাহ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।
বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, ভোরে বাজারে আকস্মিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলের কয়েক মিনিট পরেই তারা পালিয়ে যান।
মিলন রহমান/এসআর/এএসএম