পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) নতুন সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। নবনিযুক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সহধর্মিণী তিনি।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে পুনাক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এই দায়িত্ব প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এরপর তিনি পুনাকের সব সদস্যকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি পুনাকের দৈনন্দিন কার্যক্রম এবং দুস্থ-মানবতার কল্যাণে বিশেষ কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে সবাইকে নতুন উদ্যমে চলমান কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান তিনি।
ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সিলেটে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধা ও দক্ষতার সাক্ষর রাখেন। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
টিটি/কেএসআর/এএসএম