জাতীয়

বাণী-বচন : ১০ ফেব্রুয়ারি ২০১৬

বাণী:সততাসততার নিকট-দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না।–শেক্সপিয়ারদলের সততাই দলের উৎকর্ষতা বৃদ্ধি করে।– এডমন্ড বার্ককথা ও কাজে সততাই চরিত্রের মেরুদণ্ড।– স্কাইলাসসততার সঙ্গে কাজ কর মূল্য পাবে।–জন টেইলরসততা মাথায় করে থাকলেই অসততা নির্ভীক হয়ে ওঠবার সুযোগ পায়।– মোহাম্মদ মোর্তজাপ্রবাদ:গোদা পায়ে আলতাখাঁদা নাকে নথ।অর্থ : উভয় ক্ষেত্রে বেমানান-এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/পিআর