রাজনীতি

পটুয়াখালীতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদ উত্তীর্ন হওয়ার কারণে পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এদিকে আগামী এক বছরের জন্য সদর উপজেলাতে আবু সালেহ রুবেলকে সভাপতি ও নেছার উদ্দিন বাহাদুরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।এছাড়া  জিয়াউদ্দিন বাবলুকে সহ-সভাপতি, বেল্লাল মৃধাকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. শাহাদাৎ শিকদার ও মো. রুবেল তালুকদারকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার ও সারারণ সম্পাদক মো রাশেদ খান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এমএম/জেএইচ/পিআর