নওগাঁর রানীনগর উপজেলায় নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাতের দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার কুজাইল কাশিমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন।
ইউএনও বলেন, ‘বাংলাদেশ সিট কোম্পানি’ নামের একটি কারখানা খুলে নিম্নমানের বিপুল পরিমাণ কীটনাশক ও সার দীর্ঘদিন ধরে তৈরি ও প্যাকেটজাত করে আসছিল। সেগুলো নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করা হতো। এমন অভিযান চালানো হয়। এ সময় নিম্নমানের সার তৈরির উপকরণ জিপসাম এককেজি, কমলা-৫০ মিলিসহ ১৭ ধরনের বিভিন্ন প্রোডাক্ট, ১৫ হাজার প্যাকেট, মেয়াদোত্তীর্ণ মোড়ক এবং তিন ব্যারেল কেমিক্যাল ও ওষুধ ভর্তি বোতল জব্দ করা হয়। পাশাপাশি এক হাজার বোতল এবং খালি মোড়কজাত পলিসহ (প্যাকেট) কালী সিল প্যাড জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫-৫০ লাখ টাকা।
ইউএনও শাহাদাত হোসেন আরও বলেন, মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ওই বারখানার মালিক জালালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্বাস আলী/এসজে/এএসএম