চট্টগ্রামে জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণকে কেন্দ্র করে কোর্ট চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে বড় বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিয়েছে। একটি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, একটি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং অন্যটি আওয়ামী লীগ ও বাম সমর্থিত সমমনা আইনজীবী সংসদ। নতুন নেতৃত্ব নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত আদালত ভবন এলাকায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট দেবেন আইনজীবীরা। এবার সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৫০ জন। সমিতির ১৯টি পদের বিপরীতে তিনটি প্যানেলের মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। ৭০ জন নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন সমস্যা দেখা যায়নি। জীবন মুছা/জেএইচ/পিআর