রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে দু’পক্ষের হাতাহাতি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভায় দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টা ৫০মিনিটে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের উপস্থিতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মধ্যে হতাহাতি এবং উত্তেজনাও লক্ষ্য করা গেছে। তবে স্বেচ্ছাসেবক দলের কোন নেতাকর্মী সংঘর্ষের কারণ বলতে পারেননি।সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী আত্মরক্ষার্থে মিলনায়তনে ভিতরে দৌঁড়ে প্রবেশ করলে প্রতিবাদ সভায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবারও প্রতিবাদ সভা শুরু হয়।তবে আব্দুল্লাহ আল নোমান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মুনির হোসেন মঞ্চ উপস্থিত থাকলেও তারা সংঘর্ষ নিয়ন্ত্রণের কোন চেষ্টা করেননি। অন্যদিকে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এমএম/এসকেডি/এবিএস