নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে বগুড়া জজ আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ আগে আরো তিনবার তাকে গ্রেফতার করা হয়েছিল।জানা গেছে, ২০১৩ সালে ৩ মার্চ দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজবকে কেন্দ্র সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জামিনে রয়েছেন। বুধবার অন্য একটি মামলা হাজিরা দিতে বগুড়া জজ আদালত চত্বরে পৌঁছার পর সেখান থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে কার্যালয়ে নিয়ে যায়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।এআরএ/আরআইপি