দেশজুড়ে

নওগাঁয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় মুনতাজ আলী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মুনতাজ আলী ছিলেন মানসিক বিকারগ্রস্ত। প্রায় এক সপ্তাহ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকাল ১০টার দিকে পুকুর পাড়ে একটি ঝোপের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তিনি আরো জানান, মুনতাজ আলীকে হত্যা করা হয়েছে কিনা তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আব্বাস আলী/এফএ/এআরএ/এবিএস