দেশজুড়ে

বউভাতে যাওয়ার পথে বাস পুকুরে, আহত ১০

কুড়িগ্রাম সদর উপজেলায় বরের বাড়িতে বউভাতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে বাস। এতে শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হন।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মনজুরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ভোগডাঙ্গা ইউনিয়নের রাজারহাট এলাকার বকুলতলা গ্রামের নালকা মিয়ার মেয়ে লায়লা খাতুনের সঙ্গে নাগেশ্বরী উপজেলার পাখির হাট এলাকার আনোয়ার হোসেনের বিয়ে হয়। শনিবার সন্ধ্যায় বরের বাড়িতে বউভাত খেতে অর্ধশত যাত্রী নিয়ে এপি ট্রাভেলসের একটি বাস বরের বাড়ি যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে। এতে শিশুসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কাউকে পাইনি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে গাড়িচালক পালিয়ে গেছে।

এসজে/জেআইএম