নাটোরের লালপুরে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো এক কৃষকের। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি ওই গ্রামের নরেন্দ্রনাথের ছেলে দিপক রঞ্জন গণেশ (৪৮)। তিনি নিজের জমিতে কীটনাশক দিতে গিয়ে পাশের জমির মালিকের পাতা ফাঁদে বিদ্যুতায়িত হন।
গ্রামবাসী ও মৃতের পরিবার জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গণেশ জমিতে কীটনাশক ছিটাতে যান। এসময় পাশের জমির মালিক একই গ্রামের আহাদ আলীর ছেলে আকরাম হোসেনের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।
রেজাউল করিম রেজা/কেএসআর