জাতীয়

সুশীল কৈরালাকে শ্রদ্ধা জানাতে নেপালে পররাষ্ট্রমন্ত্রী

সদ্য প্রয়াত নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে শেষ শ্রদ্ধা জানাতে কাঠমান্ডু গেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। তিনি সুশীল কৈরালাকে বাংলাদেশের পক্ষে শেষ শ্রদ্ধা জানাবেন। বুধবার নেপালের উদ্দেশ্যে রওনা হন মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।  এদিকে সূত্র বলছে, কৈরালাকে শেষ শ্রদ্ধা নিবেদনের পর বুধবারই পররাষ্ট্র মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।প্রসঙ্গত, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৫০মিনিটে কাঠমান্ডুর শহরতলীর মহারাজগঞ্জে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশীল কৈরালা।বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত সুশীল কৈরালা ১৯৭১ সালে রয়্যাল নেপালের একটি প্লেন ছিনতাই করেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য নিজের দলের হয়ে অস্ত্র চালান নিয়ে আসেন তিনি। তার দলে বিভক্তি থাকলেও বাংলাদেশের প্রয়োজনে পাশে দাঁড়ান তিনি। অকৃত্রিম বন্ধু সুশীল কৈরালার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসএ/এসকেডি/আরআইপি