দেশজুড়ে

গোবিন্দগঞ্জে ব্যবসায়ী খুন : মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুন দত্ত (৪৫) খুনের ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে হত্যার প্রতিবাদ করেছে উপজেলা বণিক সমিতির নেতাকর্মী ও বিক্ষুদ্ধ এলাকাবাসী। বুধবার বেলা সোয়া ১১ টা থেকে সোয়া ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।  উপজেলা বণিক সমিতির উদ্যোগে, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিক্ষুদ্ধ এলাকাবাসী স্থানীয় উপজেলা পরিষদ থেকে হাইস্কুল মার্কেট পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এসময় তারা ব্যবসায়ী তরুন দত্তের হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন।গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক এমপি লুৎফর রহমান চৌধরী, উপজেলা বণিক সমিতির সভাপতি নাজমুল হক টুকু, সাধারণ সম্পাদক জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আ. লতিফ প্রধান প্রমুখ। প্রসঙ্গত, গত সোমবার সকালে শহরের বর্ধণকুঠি এলাকায় একটি ডোবার পাশ থেকে তরুন দত্তের মাথাবিহীন মরদেহ ও ডোবা থেকে মাথা উদ্ধার করে পুলিশ। এর প্রতিবাদে ওইদিন শহরের সকল দোকানপাট বন্ধ রেখে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধর্মঘট পালন করে উপজেলা বণিক সমিতি। অমিত দাশ/এফএ/ এমএএস/এবিএস