দেশজুড়ে

ফোনের কার্ড নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল ফোনের কার্ড চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় অর্ধ-শতাধিক লোক আহত হয়েছেন। বুধবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের আধুনিক সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের পর স্থানীয় ব্যবসায়ী রুবেল মিয়ার দোকানে মোবাইল ফোনের কার্ড চায় শোয়েব মিয়া। কিন্তু রুবেল কার্ড নাই বলায় তাদের মাঝে ঝগড়া হয় এবং এক পর্যায়ে শোয়েব ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী রুবেলের উপর চড়াও হয়। পরে সেখানে উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করে দিলেও এর জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের মাঝে আব্দুল কাইয়ুম (৩০), জহুর আলী (৪০), আতাউর (৩৫), কামরুল ইসলাম (৫০), তোফাজ্জল (২৫), মামুন (২০), গোলাপ মিয়া (৬০), ওয়াজিত (৫০), শিবলু (৩০), আবু তাহের (৬০), জুলহাস (২৫), বাবুল (৩৫), পলাশ (১৫), আবু মিয়া (৫০), আফজল (৪০), নুরুল আমিন (১৭), আবুল আহাদকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএএস/আরআইপি