কক্সবাজারের বাজারঘাটায় অভিযান চালিয়ে মাদক কারবারি এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
শনিবার (৮ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার পৌরসভার বাজারঘাটা নাপিতাপুকুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইফুল আলম।
গ্রেফতার মহিউদ্দিন (৪৫) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার বাজারঘাটা নাপিতাপুকুর এলাকায় স্থায়ীভাবে বাস করেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির ওসি সাইফুল আলম জানান, শহরের বাজারঘাটায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছে বলে খবর পাই। মহিউদ্দিনের বাড়িতে হস্তান্তরের জন্য মাদক রাখা আছে এমন খবর পেয়ে ডিবির বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে মহিউদ্দিনের বাড়ি থেকে চুয়াল্লিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার মহিউদ্দিন নিয়মিত নামাজ আদায় করলেও ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ডিবির ওসি সাইফুল আলম নিজে বাদী হয়ে মহিউদ্দিনসহ পলাতক কয়েকজনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
সায়ীদ আলমগীর/এমএইচআর