নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন (৪০) মারা গেছেন। সোমবার (১০ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুহুল আমিন উপজেলার সুকাশ ইউনিয়নের দশোপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, হাসপাতালের ওয়ার্ড মাস্টার আলফোর রহমান ও সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আলফোর রহমান জানান, ভোরে রুহুল আমিন মারা যান। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার বলেন, রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি শুনেছি। রাজপাড়া থানা থেকে এখনো বিষয়টি জানানো হয়নি।
এর আগে রোববার রাতে একই ঘটনায় আফতাব হোসেন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। তিনি স্থানীয় সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।
এর আগে রোববার সন্ধ্যায় ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন আফতাবকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস