আন্তর্জাতিক স্তন ক্যানসার দিবস উপলক্ষে মোংলা বন্দরে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেবা দিচ্ছে কর্তৃপক্ষ।
সোমবার (১০ অক্টোবর) সকালে বন্দর হাসপাতালে আয়োজিত স্তন ক্যানসার দিবসের এ সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম।
বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল হামিদের তত্ত্বাবধানে অন্যান্য চিকিৎসকরা বন্দরের নারী কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেবা দিচ্ছেন।
তিন দিনব্যাপী এ কার্যক্রম চলবে। সোম ও মঙ্গলবার মোংলায় বন্দর হাসপাতালে এবং বুধবার খুলনায় অবস্থিত চিকিৎসা কেন্দ্রে ফ্রি ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেবা পাবেন বন্দরের নারী কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের নারী সদস্যরা।
মোংলা বন্দরের মেডিকেল কর্মকর্তা ডা. সোনিয়া তালেব মুক্তা ও ডা. নিসাত শবনম ব্রেস্ট স্ক্রিনিংয়ের তিনটি ধাপের মধ্যে দুই ধাপই সম্পন্ন করবেন। স্ক্রিনিংয়ের জন্য বন্দর হাসপাতালে দুটি বুথ স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ক্যানসার আক্রান্ত পরিবারই একমাত্র বোঝে আক্রান্ত পরিবারের কষ্ট। জড়তা ও লজ্জায় বলতে না পারার ভয়ের কারণেই এই রোগ আমাদের দেশে বেশি বাড়ছে।
আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম