দেশজুড়ে

নারায়ণগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমজাদ হোসেন মোল্লা (৪৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন। জানা গেছে, দলের ফেস্টুন ছেঁড়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি আড়াইহাজারের বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছবিসহ কয়েকটি ফেস্টুন আওয়ামী লীগের কর্মীরা ছিড়ে ফেলে বলে অভিযোগ করা হয়। এর জের ধরে রোববার স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ছবি সম্বলিত ফেস্টুন ভাঙচুর করে বিএনপির লোকজন। এ নিয়ে বাজার এলাকাতে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঐ সময়ে আমজাদ নামের একজন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়।পরে উভয় দলের কর্মীরা অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের ঢাক মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে  ভর্তি করা হয়েছে।আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।