মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ সেন্সর বোর্ডে জমা পড়েছে। ছাড়পত্র পেলে আগামী ডিসেম্বরের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারে।সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মান্নান হীরা। তিনি জানান, মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর স্বপ্ন আমার দীর্ঘদিনের। আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।তিনি আরও জানান, মুক্তিযুদ্ধে নানা ধরনের ও নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিল সেটির প্রতিফলন রয়েছে এই চলচ্চিত্রে। মুক্তিযুদ্ধ চলাকালে একটি গ্রামের কাহিনি ফুটে উঠেছে এই চলচ্চিত্রে।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, স্বচ্ছ প্রমুখ।গত বছরের ১৫ ফেব্রুয়ারি এফডিসিতে ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়। তারপর থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ হয়। টানা শুটিংয়ের পর ডিসেম্বরে ছবিটির কাজ শেষ হয়। এর আগে মান্নান হীরা ‘গরম ভাতের গল্প’ ও ‘একাত্তরের রংপেন্সিল’ নামের আরও দুটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন।