ক্যাম্পাস

রাবিতে ২টি ককটেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টুকিটাকি চত্বরের পাশ থেকে দুটি ককটেল  উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায় মতিহার থানা পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, টুকিটাকি চত্বরের পাশে দোকানের এক কর্মচারী মেহগনি গাছের পাশে ওই ককটেল দুটি দেখতে পায়। পরে তিনি দোকান মালিককে জানায়। দোকান মালিক পুলিশে খবর দিলে তারা সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জাগো নিউজকে বলেন, আমি বিষয়টি  শুনেছি। আমি এখন ছুটিতে আছি। পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ককটেলগুলো হয়তো ফেলে রাখা হয়েছে। মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান জাগো নিউজকে বলেন, পুলিশ খবর পেয়ে ককটেল দুটি উদ্ধার করেছে। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কে বা কারা ফেলে গেছে তা এখনও জানা যায় নি।রাশেদ রিন্টু/এসএস/আরআইপি