অধিক মুনাফা লাভের আশায় শুল্ক ফাঁকি দিয়ে গমের ভুসির এলসি খুলে ভারত থেকে মিনিকেট চাল আমদানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুটি ট্রাকসহ বিপুল পরিমাণ চাল জব্দ করেছে বিজিবি ও শুল্ক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি ও বুধবার রাত ১১টায় ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ডের তিন নম্বর গেট থেকে একটি ট্রাক জব্দ করা হয়। দুটি ট্রাকে প্রায় ১৫৩৯ বস্তা চাল চাল আছে।
ভোমরা বন্দরের প্রশাসনিক শুল্ক কর্মকর্তা দয়াল মন্ডল জাগো নিউজকে বলেন, আমদানিকারক সংস্থা যশোরের চুকনগরের ভাই ভাই স্টোর্সের স্বত্বাধিকারী জয়দেব মন্ডল গমের ভুসির এলসি খোলেন। সিঅ্যান্ডএফ এজেন্ট সাব্বির মোল্লার লাইসেন্সে হারুঘোষ বুধবার বিকেলে ওই মালামাল ছাড় করান। গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ডের তিন নম্বর গেট থেকে রাতে মিনিকেট চাল ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এছাড়া বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আরও একটি চাল ভর্তি ট্রাক জব্দ করে বিজিবি। জব্দ ট্রাক দুটির চালের শুল্কসহ জরিমানা আদায় করা হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জাগো নিউজকে বলেন, চালের রাজস্ব পরিশোধ না করে বাংলাদেশি ট্রাকে লোড করে বন্দরের বাইরে ট্রাক নিয়ে যাওয়া কাস্টমস আইন পরিপন্থি।
ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, শুল্ক কর্মকর্তা ও সিঅ্যান্ডএফকে ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে বুধবার গমের ভুসির পরিবর্তে চাল আমদানি করা হয়েছে মর্মে বিজিবি খবর পায়। বৃহস্পতিবার ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে চাল ভারতীয় ট্রাক থেকে আনলোড করে বাংলাদেশি ট্রাকে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার সময় বন্দর সংলগ্ন এলাকা থেকে জব্দ করা হয়। এর আগে বুধবার রাতে পার্কিং ইয়ার্ডের তিন নম্বর গেট থেকে শুল্ক কর্তৃপক্ষ আরও একটি চাল ভর্তি ট্রাক জব্দ করে। তবে ট্রাক দুটির একটিতে ৭৭০ বস্তা ও অপরটিতে ৭৬৯ বস্তাসহ মোট মোট ১৫৩৯ বস্তা চাল রয়েছে বলে উক্ত চালকরা জানিয়েছে। প্রতিটি চালের বস্তার ওজন ২৬ কেজি।
অহিদুল ইসলাম আরও বলেন, শুল্ক বিভাগ ও সিঅ্যান্ডএফের কতিপয় সদস্যকে ম্যানেজ করেই সরকারের এ বিশাল শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দ চাল সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে পরিমাপ নির্ধারণ করার পর শুল্ক গুদামে জমা দেওয়া হবে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জাগো নিউজকে বলেন, চাল পরিমাপের কার্যক্রম চলমান রয়েছে। পরিমাপ শেষে সেগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস