দেশজুড়ে

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে ‘নদী ভাঙলে জমি খাস’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, আইন অনুযায়ী নদী ভাঙলে জমি খাস হয়ে যায়। জমি নদীর গর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থাকে না। ফলে ওইসব জমির খাজনা-খারিজ ও ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যায়।

তারা বলেন, ভূমি উন্নয়ন কর দেই। সরকারের উচিৎ আমাদের ভূমি রক্ষা করা। অথচ নদী কৃষকের জমি ভেঙে নেয়। কিন্তু জমির ভর্তুকি না দিয়ে কৃষকের সর্বস্ব কেড়ে নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কবি আলতাফ হোসেন মাস্টার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা আলী আক্কাস, গাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম আমিন, জাহিদ হোসেন প্রমুখ।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম