দেশজুড়ে

১৬টি জাহাজ কিনবে বিএসসি : নৌপরিবহনমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, কয়লা পরিবহনের জন্য ১০টিসহ বিএসসির বহরে যোগ হচ্ছে মোট ১৬টি নতুন জাহাজ। ৬টি জাহাজ আসবে ২০১৮ সালের মধ্যে। বৃহস্পতিবার চট্টগ্রামে বিএসসির বোর্ডসভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।নৌপরিবহনমন্ত্রী বলেন, শিপিং কর্পোরেশনকে অধিকতর কার্যকর ও শক্তিশালী করতে আরও ১৬টি জাহাজ কেনা হবে।  ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে নৌপথে কয়লা পরিবহন বেড়েছে। কয়লা পরিবহনের জন্য বাকি ১০টি জাহাজ কেনার চিন্তাভাবনা চলছে। তিনি সাংবাদিকদের বলেন, বন্দর বাড়ছে, বন্দরের সক্ষমতা বাড়ছে, বাণিজ্যও বাড়ছে। এজন্য জাহাজ বাড়ানো প্রয়োজন।বিএসসি’র সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হওয়া বোর্ড সভা চলে সাড়ে ১১টা পর্যন্ত। সভায় নৌপরিবহন সচিব অশোক মাধব রায় এবং বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক এইচ আর ভূঁইয়া উপস্থিত ছিলেন।সভায় বিএসসি’র কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা অনুমোদন দেয়া হয়। এছাড়া বিএসসির দু’টি পুরনো জাহাজ বাংলার কাকলী ও বাংলার কল্লোল বিক্রির সিদ্ধান্ত হয়েছে সভায়।জীবন মুছা/একে/এমএস