আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্রের জবাব দিতেই আগামী ১৫ ফেব্রুয়ারি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশবিরোধী পাকিস্তানের ষড়যন্ত্র রুখে দেয়ার এখনই সময়। বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দল ও পেশাজীবী সংগঠনগুলোর এক বৈঠকে তিনি এসব কথা বলেন।নাসিম বলেন, স্বাধীনতার পর এখনই সবচেয়ে সুবর্ণ সুযোগ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে গেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা দৃঢ়চিত্তে এগিয়ে যাচ্ছেন। ঠিক এমন সময় পাকিস্তান এবং তাদের এদেশীয় দোসররা একের পর এক ষড়যন্ত্র করছে।মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ বিষয়ে পাকিস্তান সকল সীমা অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের পরাজয় হয়েছে, আবারও হবে। তাদের দোসররাও বারবার পরাজিত হবে।১৫ ফেব্রুয়ারির মানবন্ধনে সর্বস্তরের মানুষের ঢল নামবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি বাঙালির কর্মসূচি। এটি একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মসূচি নয়। পরিবার-স্বজনদের সঙ্গে এনে মানববন্ধন সফল করুন। বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সম্মলিতি সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী, বিএমএ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দু আজিজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত।এএসএস/একে/এমএস