লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটির সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন বাঘার সঙ্গে বিএনপি নেতার ফোনালাপ ফাঁস, সভাপতিকে সাধারণ সম্পাদকের চড়, তরুণীর সঙ্গে বাঘার অন্তরঙ্গ ছবি ভাইরালসহ কয়েকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ নির্দেশনা দেয় জেলা কমিটি।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শাহাদাত ভূঁইয়াসহ জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সই করা চিঠির মাধ্যমে কমলনগর কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
দলীয় সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে নবগঠিত জেলা কমিটির নেতাদের সংবর্ধনার জন্য আলোচনা চলাকালে উপজেলা কমিটির সভাপতি রাকিব হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন বাঘা চড় মারেন। ওইদিন বাঘা নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া সম্প্রতি রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন মিজানের সঙ্গে বাঘার কথোপকথনের কল রেকর্ডিং ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া বাঘার সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ফেসবুকে ছড়ালে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এসব ঘটনায় উপজেলা আওয়ামী লীগ জেলা ছাত্রলীগের কাছে লিখিতভাবে অভিযোগ করে। ঘটনাগুলোর সত্যতা পাওয়ায় কমলনগর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
স্থগিত কমিটির সভাপতি রাকিব হোসেন সোহেল বলেন, আমার সম্পাদকের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের নেতারা জেলা ছাত্রলীগের কাছে বিভিন্ন ঘটনায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতেই আমাদের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, উপজেলা কমিটির বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে। এজন্য তাদের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কাজল কায়েস/এমআরআর