আন্তর্জাতিক

পাকিস্তানে ১২ জঙ্গির সর্বোচ্চ দণ্ডে সেনাপ্রধানের অনুমোদন

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফ দেশটির সামরিক আদালতের দেয়া ১২ জঙ্গির সর্বোচ্চ দণ্ডের রায়ে অনুমোদন দিয়েছেন। সন্ত্রাসের অভিযোগে সামরিক আদালতের দেয়া ওই রায়ে বৃহস্পতিবার তিনি স্বাক্ষর করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।পাক সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক আদালতে বিচার হওয়া এসব জঙ্গি জঘন্য সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে বান্নু কারাগার ভাঙচুর, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। দেশটির সুপ্রিম কোর্টে ওই ১২ জঙ্গির মৃত্যুদণ্ড স্থগিত আদেশের দুদিন পর সেনাপ্রধান অনুমোদন দিলেন। এদের মধ্যে দুই জঙ্গি ২০১৪ সালে পেশওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলায় অংশ নেয়। এর আগে দণ্ডপ্রাপ্তরা সেনা আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে পেশওয়ার হাই কোর্টে আপিল করেন। গত বছরের ৯ ডিসেম্বর হাইকোর্টেও ওই রায় বহাল থাকে। পরে আসামিরা সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেন।  এসআইএস/পিআর