এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সুকান্ত পার্থিবের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বিভক্তির কাঁটাতার’। এর প্রতিটি পাতায় লিপিবদ্ধ হয়েছে কালসচেতন মুক্তচিন্তক কবির নিজস্বতায় ঋদ্ধ চেতনার সংগ্রামী স্রোত ও প্রগতিশীলতার বর্ণিল আভা। এছাড়া কবির অন্তর্নিহিত শুদ্ধ কবিতাপ্রেম এবং বহুমাত্রিক বাস্তবতার নির্মল বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি স্বকীয়তা এবং মননশীলতার সংমিশ্রণে বাধ্যবাধকতার শেকল ভেঙে নিরন্তর সাহিত্য সাধনার্থে পথ হেঁটে চলেছেন। প্রথাবিরোধী বাস্তববাদী মানবতাবাদী কবি তিনি। শব্দচয়নের দূরদর্শিতা আর স্বতঃস্ফূর্ত বাক্যপ্রকরণের যুগলবন্দী দেখা মেলে তার কবিতায়। কবিতা তার হৃদয়; আর প্রতিটি শব্দ তার হৃদস্পন্দন। প্রথাগত ও সীমিত গণ্ডিবদ্ধ জীবনের বলয় অতিক্রম করে তিনি এগিয়ে চলেছেন সেই প্রত্যাশিত প্রাপ্তির পথে। সাধারণের কাতারে মিশে দায়বদ্ধতার মূলে কড়া নেড়ে চেতনার স্ফূরণ ঘটানোই তার কবিতার উপজীব্য। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, কুসংস্কার, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের প্রতি চরম কটাক্ষ তার কবিতায় আত্মশুদ্ধির পথ দেখিয়েছে। কাব্যগ্রন্থটি সম্পর্কে সুকান্ত পার্থিব জানান, দুই বাংলার শিল্প-সাহিত্য-সংস্কৃতির ঐক্যের লক্ষ্যে অবিভক্ত বাংলার চেতনার ঐক্যের প্রয়াস হিসেবে তার এই কাব্যগ্রন্থ স্বাধীনচেতা পাঠকের উদ্দেশে নিবেদন করা হয়েছে। প্রত্যাশিতভাবেই বাংলা সাহিত্যে কবিতায় তা নতুন দিগন্তের সূচনা ঘটাবে।বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। মোট ৫১টি কবিতাসমৃদ্ধ গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী শিবু কুমার শীল। ৬৪ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য রাখা হয়েছে ১৪০ টাকা। বইমেলায় দেশ পাবলিকেশন্সের ৪০৭-৪০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এসইউ/এমএস